ব্যাঙাচি - সেপ্টেম্বর ২০২০ (সমুদ্র) ব্যাঙের ছাতার বিজ্ঞান কর্তৃক প্রকাশিত ফ্রি ম্যাগাজিন

 

ব্যাঙাচি সেপ্টেম্বর ২০২০ (সমুদ্র)



Download (2nd Edition)


নাম: ব্যাঙাচি
বর্ষ: ০১
সংখ্যা: ০৫
ধরণ: ম্যাগাজিন / বিজ্ঞান বিষয়ক
সম্পাদক: প্রজেশ দত্ত
সহ-সম্পাদক: টিম ব্যাঙাচি
প্রকাশক: সমুদ্র জিত সাহা, নাঈম হোসেন ফারুকী
পৃষ্ঠা সংখ্যা: ২৪৭
আয়তন: ২৩ এমবি
পরিবেশক: ব্যাঙের ছাতার বিজ্ঞান

Read Online


Update (নভেম্বর ২৬, ২০২০)


ব্যাঙাচি, ব্যাঙের ছাতার বিজ্ঞান (BCB) গ্রুপ থেকে প্রাপ্ত কন্টেন্ট নিয়ে প্রকাশ করা হয়ে থাকে। এবং প্রতিবারই আমরা কপিপেস্ট লেখা সহ বিভিন্ন তথ্য এবং বানানগত দিক দেখে থাকি, কিন্তু মানুষ মাত্রই ভুল হওটা স্বাভাবিক। আর এরকমই একটা ভুল আমাদের এই সংখ্যা হয়েছে। যেটা দেখা মাত্রই আমরা সমাধান করে দিয়েছি। ধন্যবাদ Md. Kamrul Hasan কে ভুলটি দেখিয়ে দেয়ার জন্য। 

কী ভুল ছিলো?
মুলত ব্যাঙাচির এই সংখ্যায়, ১১২-১১৩ নং পৃষ্ঠাদ্বয়ে একটি কপিপেস্ট-কৃত আর্টিকেল ডুকে পরে। যেটা দেশের স্বনামধন্য প্রিন্টেড ম্যাগাজিন কিশোরকণ্ঠ থেকে কপি করা হয়েছে। আমরা সেটার ব্যাপারে অবগত না থাকার দরুন, এবং নিজেদের চেক করার ব্যার্থতা স্বীকার করে ক্ষমা চাচ্ছি।



কিশোরকণ্ঠে প্রকাশিত লেখাটির হার্ডকপি ভার্সন:





ব্যাঙাচিতে প্রকাশিত ভুল-কৃত আর্টিকেল (নতুন ভার্সনে নেই):




মন্তব্যসমূহ

  1. Asadaron laglo..😊😊😊onak din thaka Amon akta magazine kussilam

    উত্তরমুছুন
  2. ফন্ট সাইজ দয়া করে বড় করেন। আর ব্যাকগ্রাউন্ড সাদা রাখেন। স্বাভাবিক চোখে পড়তে খুব চাপ করে

    উত্তরমুছুন
  3. ব্যাঙাচির সবগুলো সংখ্যার মধ্যে আমার এইটা সবচেয়ে প্রিয়

    উত্তরমুছুন

আর্কাইভ

বিভাগগুলি

যোগাযোগ ফর্ম

প্রেরণ